সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা :
বিশুদ্ধ বোতলজাত পানির এ কী হাল! যারা বিষয়টি জেনেছে তারাই হতবাক হয়েছে। গত বুধবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের হাতে মাম পানির বোতলে শেওলা ধরা পড়েছে। তিনি নিজে পানি পান করার জন্য হাজীগঞ্জ বাজার থেকে ১৫ টাকা দামের পারটেঙ্ গ্রুপের বহুল বিক্রিত মাম পানিতে শেওলা পাওয়া যায়। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গত শুক্রবার তিনি তার নিজ অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানা করেন। পরে কোম্পানির আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি মতিউর রহমান ভ্রামমাণ আদালতে জরিমানার টাকা পরিশোধ করেন।
গত ১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজীগঞ্জ বাজারের মা মণি ব্রেড এন্ড কনফেকশনারি থেকে ৫০০ মিলি লিটারের ৪টি পানির বোতল ক্রয় করেন। নির্বাহী কর্মকর্তা নিজেই পানি পান করতে গিয়ে বোতলের ভেতর প্রচুর ময়লা ও শেওলা দেখতে পান। বোতলের উপরের লেভেলে দেখা গেছে, এটি উৎপাদনের তারিখ ৭ অক্টোবর ২০১২। উৎপাদনের মাত্র ২৩ দিনের মাথায় মাম পানির বোতলটিতে শেওলা ও ময়লা জমাট বেঁধেছে।
এ বিষয়ে কোম্পানির আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি মতিউর রহমান ভ্রামমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানার কথা স্বীকার করে বলেন, কারিগরি ত্রুটি ও আবহাওয়ার কারণে বোতলজাতকৃত পানিতে এ সমস্যা হয়েছে।
উক্ত পণ্যের হাজীগঞ্জ পরিবেশক চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজমুল আলম চৌধুরী জানান, আমরা কোম্পানির উৎপাদিত পণ্য ডিলার হিসেবে খুচরা বিক্রেতাদের কাছে বাজারজাত করে আসছি। পণ্যে কোম্পানির ত্রুটি-বিচ্যুতির জন্য কোম্পানি দায়ী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন জানান, পানিতে ময়লা ও শেওলা আমার হাতে ধরা পড়েছে। ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশের প্রথম শ্রেণীর খাবার পানি উৎপাদন ও বাজারজাতকৃত এতো নামীদামী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের দুরবস্থার বিষয়টি সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। অনেকেই বলছেন, ভোক্তাদের সাথে কোম্পানি প্রতারণা করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ বিষয়টিকে নজরে নিয়ে উৎপাদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এ ধরনের প্রতারণা থেকে মানুষ রক্ষা পাবে।
দেশের সেরা বিক্রিত মাম পানির বোতলে স্বয়ং উপজেলা নির্বাহী কমকর্তা শেওলা পেয়ে জরিমানা করেন। আর সাধারণ নাগরিক হলে তো কিছুই হতো না। হয়তো ঐ গ্রাহক ক্রয়কৃত ও ত্রুটিজনিত পানির বোতলটি রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিতো। ঘটনা যাই ঘটুক না কেনো, মামের মতো পানির বোতলে শেওলা পাওয়া গ্রাহকদের জন্য রীতিমতো আতঙ্কের বিষয় ছাড়া আর কিছুই না।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।