অভিজিত রায় ॥
বিশ্ববিবেকানন্দ যুব দিবস উপলক্ষে বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ২ দিন ব্যাপী কর্মসূচির সমাপনি দিন মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাটক মঞ্চায়ন হয়েছে। চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে সহ-সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল। প্রধান বক্তার বক্তব্য রাকেন বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার আরো বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরি, তমাল কুমার ঘোষ, তপন সরকার, ব্রজবল্লব দাস, লক্ষন চন্দ্র সুত্রধর, বিবেক মজুমদার, বিমল চৌধুরী, লিটন দাস, বাসু দেব মজুমদার, নির্মল রায় প্রমুখ। শুরুতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন তিথি ঘোষ। আলোচনার পূর্বে সনাতন নারীদের উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার পরিবেশনায় বৌমা নাটক মঞ্চায়িত হয়।