স্টাফ রিপোর্টার ॥
“বয়সের বিরুদ্ধে অবস্থান নিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উইনার হুইলক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ডিস্ট্রিক ৩২৮ সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে বিশ্ব প্রবীন দিবস-১৬ উপলক্ষে উইনার হুইল ক্লাব অফ চাঁদপুর সেন্ট্রাল ডিস্ট্রিক ৩২৮ এর পক্ষ থেকে চাঁদপুরে কমিউনিটি পুলিশ অঞ্চল-৫ এর সদস্যদেরকে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয় এবং দুঃস্থ্য মহিলাদের মাঝে চাউল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেল ৪টায় শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডার গার্ডেন শিশু বিদ্যালয়ে এ সামগ্রী বিতরণ করেন উইনার হুইলক্লাবের প্রেসিডেন্ট মাহমুদা খানম, সাধারণ সম্পাদক মুক্তা পিযুষ, চাটার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী ও আমন্ত্রীত অতিথি রোটারিয়ান কাজী শাহাদাত পিএইচএফ, রোটারিয়ান ডাঃ পিযুষ কান্তি বড়–য়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান প্রকোশলী মোঃ দেলোয়ার হোসেন পিএইচএফ, রোটাঃ ও কমিউনিটি পুলিশিং শহর কমিটির সাধারণ সম্পাদক সাহিদুল হক মোর্শেদ, চাঁদপুর জমিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক শওকত আলী, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান টিটিই, চাঁদপুর কন্ঠ পত্রিকার ম্যানেজার সাংবাদিক মোঃ সেলিম রেজা, উইনার হুইলক্লাবের সহ-সভাপতি নুরজাহান বেগম সেতু, ট্রেজারার তাসনুবা রহমান তন্নি, আইএসও সুলতানা আক্তার, এডিটর তাছলিমা মুন্নি, ইসি মেম্বার ডাঃ সাবের ইসলাম, সদস্য অনিতা নন্দি ও ফাতেমা আক্তার প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, রোটারী ক্লাবের পুরুষদের পাশাপাশি মহিলাদের সংগঠন উইনার হুইলক্লাব যে ভাবে আত্মমানবতা সেবায় কাজ করে যাচ্ছে তা এ সমপাজের জন্য বিরল দৃষ্টান্ত। তারা পারিবারিক কাজ শেষ করে সমাজ ও সভ্যতার জন্য নিজেদের ব্যাক্তিগত তহবিল থেকে দুঃস্থ্য মহিলাদের সাহায্য প্রদান করে যাচ্ছে। যা প্রশংসার দাবীদার। তারা আগামীতে আরো বেশি করে এ সমাজের ভালো কাজের জন্য এগিয়ে আসবে এবং অন্যদেরকেও এ কাজে আসার অনুপ্রেরণা যোগাবে। আজকে কমিউনিটি পুলিশের একটি অঞ্চলের সদস্যদের আপ্যায়িত করে তাদেরকে কাজ করার অনুপ্রেরনা দিয়েছে। আগামীতে কমিউনিটি পুলিশদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অপরদিকে উইনার হুইলক্লাবের পক্ষ থেকে কর্মকর্তারা জানান, আগামীতে তারা আরো ভালো ধরনের আয়োজন করা ইচ্ছে রয়েছে এবং আসন্ন শীত মৌসুমে কমিউনিটি পুলিশ সহ দুঃস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার আস্বাস প্রদান করেন। তারা বলেন এ ক্লাবের উন্নয়নে ও দুঃস্থ্যদের সহযোগীতায় তারা নিজেদের ব্যাক্তিগত তহবিল থেকেই কাজ করে যাচ্ছেন। এ কাজে সকলকে এগিয়ে আসার জন্য উধাত্ব আহ্বান জানান।
উল্লেখ্য, এর পূর্বে প্রবীন দিবস উপলক্ষে উইনার হুইলক্লাবের পক্ষ থেকে ১অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে ৪জন প্রবীন স্থানীয় ছড়াকারকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।