অনলাইন ডেস্ক-
• অবশেষে বিশ্ব বিখ্যাত কমেডি অভিনেতা মিস্টার বিনের ইসলাম ধর্ম গ্রহন করেছেন ! তিনি ইসলামের প্রতি মানুষের ভালবাসা দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নেন ।
• তাকে আরও অনুপ্রাণিত করে যখন তিনি মিশর সফর করেন । তিনি মিশরে ফেরাউনের লাশ দেখেন এবং দেখে আরও অনুপ্রাণিত হন ।
• তিনি মনে করেন কয়েক হাজার বছরের আগের ফেরাউনের লাশ এখনো হুবহু আছে এটি এক মাত্র আল্লাহ্র পক্ষেই তা সম্ভব ।
• সম্প্রতি একটি ব্রিটিশ জনপ্রিয় ওয়েবসাইট BUBBLEWS নামে তা প্রকাশ করে ।
• Mr. Bean has become a Muslim! শিরনামে…,
–