প্রতিনিধি
গতকাল সকালে বিষপান করে এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালী গ্রামের আবুল হোসেনের নববিবাহিতা শাহিদা আক্তার (২০) বিষপানে আত্মহত্যা করেছে।
জানা যায়, সকাল ৭টার সময় শাহিদা আক্তার সবার অজান্তে বিষপান করে। পরে তার বুকে ব্যথা অনুভব হলে তার স্বামী আবুল কাশেম ও তার আত্মীয়-স্বজন বেলা ১১টায় চাঁদপুর আড়াইশ� শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এএসআই নোমান সিদ্দিকী সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে পোস্ট মর্টেম শেষে রাতেই শাহিদার লাশ ফরিদগঞ্জে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া যায়। এ ব্যাপারে চাঁদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।