কবির হোসেন মিজি
মতলব দক্ষিণ উপজেলার কয়ালী গ্রামে বাপের বাড়িতে বেড়াতে এসে আয়েশা আক্তার (১৮) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে এর রহস্য জানা যায়নি। তার পরিবারের সদস্যরা জানায়, গত ৭/৮ মাস পূর্বে মতলব উপজেলার কয়ালী গ্রামের মফিজ তালুকদারের কন্যা আয়শা আক্তারের সাথে হাজীগঞ্জ উপজেলার আবদুল কাদিরের বিয়ে হয়। আয়েশা গত ১২ অক্টোবর রোববার হাজীগঞ্জ স্বামীর বাড়ি থেকে মতলবে তার বাপের বাড়িতে বেড়াতে আসেন। গত ১৩ অক্টোবর সোমবার বিকেলে সে সবার অজান্তে বিষপান করে। সে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে থাকলে তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে ওইদিন বিকেলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। পরে সোমবার রাতেই হাসপাতালের বেডে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করতে লাশ থানায় নিয়ে যায়। তার পরিবারের লোকজনের কাছে আয়শার বিষপানে মৃত্যুর কারণ জানতে চাইলে তারা বলেন, সে কি কারণে বিষ খেয়েছে আমরা কিছুই বলতে পারবো না। আবার কেউ বলেছে তার মাথায় সমস্যা রয়েছে তাই ভুলে ঔষধ খেয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানার সামনে লাশ পড়ে থাকতে দেখা যায়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।