স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপর ইউনিয়নের সিএনজি ও এসিআই ঔষুধ কোম্পানির পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিষ্ণুপরের রঙের গাঁও গ্রামের চাঁদপুর সফরমালী সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় সিএনজি চালক স্থানীয়রা সিএনজির ভিতর থেকে টেনে বের করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সড়ক দূর্ঘটনায় চালক নিহত হওয়ার গুজব শুনে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার আশরফুরজ্জামান মডেল থানার এসআই ফারুক ও এএসআই পলাশ বড়–য়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় এসিআই কোম্পানির গাড়ির চালক শহিদুল ইসলাম (২৮) কে আটক ও দুমরে মুচরে যাওয়া সিএনজি এবং পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। জানা যায়, সফর মালী থেকে থেকে যাত্রীবিহীন চাঁদপুর-থ-১১-৫৩৭২ সিএনজিটি চাঁদপুরের উদ্দেশ্যে আসার পথে রঙের গাও এলাকায় টানিং পয়েন্টে বেপোরোয়া গতিতে এসিআই কোম্পানির ঢাকা মেট্রো-ম-১৪-০০২২ পিকআপটি এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে পরে যায়। স্থানীয় পথচারীরা দৌরে এসে সিএনজির ভিতর থেকে চালককে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালক কে আটক ও সিএনজি এবং পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে চালক নিহত হয়েছে ভুয়া খবর পুলিশকে জানালে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত যান। পুলিশ সুত্রে জানা যায়, চালক আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।