
চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া (মোহসেনিয়া) সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিষ্ণুদী শেরে বাংলা আবাসিক এলাকার মিজি বাড়ির নিবাসী মাওঃ মোঃ আবদুর রহমান মিজি আর বেঁচে নেই। গতকাল শুক্রবার সকালে ৭.৪৫ মিনিটের সময় চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে মরহুমের ছাত্র, বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী শেষ বারের মতো তাঁকে দেখতে যান।
মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ জুমা চাঁদপুর বাসস্যান্ড সংলগ্ন গোর-এ গরিবা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওঃ আবদুল্লাহ। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, বাহাদুরপুর দরবার শরীফের খলীফা ও মরহুমের ছাত্র মাওঃ আবুল বাশার সরদার, আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মরহুমের ছোট ভাই মাওঃ আঃ রশিদ মিজি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষক মাওঃ তাহেরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।