প্রতিনিধি
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডের মেসার্স উজ্জল ফার্নিচার হাউজে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। ঘটনাস্থল চাঁদপুর মডেল থানা পুলিশ পরিদর্শন করেছেন।
মেসার্স উজ্জল ফার্নিচার হাউজের মালিক মোঃ উজ্জল গাজী জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দোকানে কাজ শেষ করে রাতে সার্টারে তালা বন্ধ করে বাড়িতে চলে যায়। গতকাল ১৫ জুলাই মঙ্গলবার সকালে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা। দোকানের সার্টার উঠিয়ে ভেতরে গিয়ে দেখতে পান ক্যাশের ড্রয়ার খোলা, কাগজপত্র এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে রয়েছে। ড্রয়ারে থাকা ১১হাজার টাকা নিয়ে গেছে। বস্তার ভেতরে থাকা, ১টি ড্রিল মেশিন, ১টি ভিট মেশিন, ১টি খাটের পাখা, ৭টি সেগুন কাঠের ফালি, ১টি সিলিং ফ্যান এবং তার বাবার ফুটপাতে বিক্রি করা ৭ ঝুঁড়ি আম, ১ ঝুঁড়ি মাল্টা ও ১ বস্তা খেঁজুর নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এখবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই বিমল কর্মকার ও এএস আই আহসানুজ্জামান লাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ উজ্জলকে চুরির বিষয়ে কাউকে সন্দেহ হয়েছে কিনা জিজ্ঞাসা করলে। উজ্জল বলেন, গত সোমবার বিকেলে বিষ্ণুদী মাদ্রাসা রোডে মোঃ সোহাগ খান প্রকাশ ভলান্টিয়ার সোহাগের সাথে কথা কাঁটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ উজ্জ্বলের উপরে হাত তোলে এবং সে উজ্জ্বলকে দেখে নেবার হুমকি দেয়। এ চুরির ঘটনার সাথে সোহাগ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে উজ্জল
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।