প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিষ্ণুপুর গ্রামের মোঃ ইলিয়াছ ঢালীর বড় ছেলে মোঃ মাসুম ঢালী (২৩) দুবাইতে কর্মরত থাকাবস্থায় আরব আমিরাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। মাসুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। মাসুমের পরিবারে চলছে শোকের মাতম।
জানা যায়, গত ১০ মে বাংলাদেশী সময় দুপুর ১২টায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১২ জন নিহতের মধ্যে চাঁদপুর বিষ্ণুপুরের মাসুম ঢালী নিহত হয়। তার বাড়িতে গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, বাবা-মা, ভাই-বোনসহ সকলে বাকরুদ্ধ। সাংবাদিকরা এসেছেন এ খবর পেয়ে পরিবারের সকলে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন। হতভাগা মাসুমের পিতা মোঃ ইলিয়াছ ঢালী ও মা নাজমা বেগম দৈনিক চাঁদপুর বার্তাকে জানায়, আমার ছেলে সংসারের হাল ধরতে প্রায় ৩ বছর ত’র্বে দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান। আগামী জুনে নতুন ঘর করে বিয়ে করার স্বপ্ন থাকলেও তার আগেই পাড়ি জমান পরপারে। এখন শুধু সে স্মৃতির পাতায় বন্দি হয়ে রইল। মাসুমের পরিবারের এখন একটাই দাবি যে যতো দ্রুত সম্ভব মাসুমের মৃত দেহাবশেষ তাদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য। উল্লেখ্য, যে মাসুমের পরিবারের মাঝে তিন ভাই দু’ বোনের মধ্যে নিহত মাসুম সবার বড়
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।