চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দনপর্দ্দি গ্রামে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও বাতিজার হামলায় বৃদ্ধ আলী বকাউল দীর্ঘদিন চিকিৎসায় থাকার পর গত ২৩ নভেম্বর ২০১৪ইং তারিখে মৃত্যু হয়। ওই ঘটনায় বৃদ্ধার মেয়ে রানু বেগম ৪জন কে আসামী করে আদালতে হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২০৬। আসামীরা হচ্ছে: মৃত জয়নাল বকাউলের ছেলে ডেঙ্গু বকাউল, ডেঙ্গু বকাউলের ছেলে শামছু বকাউল, শুক্কুর বকাউল ও রহমান বকাউল।
জানাযায়, দীর্ঘদিন যাবৎ নিহত আকবর আলী বকাউলের সম্পত্তি তার ভাই ডেঙ্গু বকাউল তার ছেলেরা দখল করে রাখে। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে, তারা ক্ষীপ্ত হয়ে গত ৬ নভেম্বর বিকাল ৩টায় আলী বকাউল চা খেতে মুন্সিরহাট বাজারে যাওয়ার পথে ডেঙ্গু বকাউল ও তার ছেলেরা তাকে লাঠি সোটা দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। আহত অবস্থায় তার স্বজনরা তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। তার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। প্রায় ২০দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বৃদ্ধা আকবর আলী বকাউল মৃত্যু বরণ করে। তাকে ঢাকা থেকে চাঁদপুরে নিয়ে আসলে মডেল থানার উপ-পরিদর্শক খালেকুজ্জামান ঘটনা তদন্তে বিষ্ণুপুরে দনপর্দ্দি গ্রামে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করার পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করতে গেলে ডেঙ্গু বকাউল তার ছেলেরা পুনরায় বাঁধা প্রদান করে। অবশেষে তাকে অন্যস্থানে দাফন করা হয়। আকবর আলীকে হামলার ঘটনায় তার মেয়ে রানু বেগম চাঁদপুর মডেল থানায় একটি মারামারি মামলা দায়ের করার পর তার মৃত্যু হলে পরে তিনি আদালতে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
রানু বেগম জানায়, হত্যার ঘটনা ধামা চাপা দিতে হত্যাকারীরা পুলিশকে ম্যানেজ করে ও ময়না তদন্ত রিপোর্ট যেন তাদের পক্ষে আসে সেজন্য উৎকোচের বিনিময় চেষ্টা অব্যাহ রাখে। মামলার তদন্তকারী কর্মকর্তা খালেকুজ্জামান বিবাদীর পক্ষ নেয়ায় ও মডেল থানায় হত্যা মামলা দায়ের না করায় আদালতের হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। প্রতিপক্ষরা বর্তমানে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে ও প্রকৃত ঘটনা ধামা চাপা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।