প্রতিনিধি ==
চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে নানার লালসার শিকার হয়েছে শিশু নাতনি।
গত ১৫ নভেম্বর মোঃ কুদ্দুছ আখন (৫৫) তার নাতনি সম্পর্কীয় এক শিশু (৮)কে ধর্ষণ করে। সরজমিনে গেলে শিশুটির মা জানান, নানা সম্পর্কীয় নরপশু কুদ্দুছ আখন আমার মেয়েকে ধর্ষণ করে। এ বিষয়টি কাউকে না বলার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। ধর্ষণের বিষয়টি এলাকায় এক কান দু’ কান ছড়িয়ে পড়লে একটি চক্র অর্থের বিনিময়ে তা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ ব্যাপারে শিশুটি জানায়, আমার নানা কুদ্দুছ আখন দুপুর বেলা তার ঘরে আমাকে ফুসলিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়টি কাউকে না বলার জন্যে বলে। শিশুটি স্থানীয় কিন্ডারগার্টেনের নার্সারীর ছাত্রী। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ক’ ব্যক্তি জানান, ধর্ষণকারী কুদ্দুস আখন অর্থের বিনিময়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করে। এলাকার নিরীহ লোকজন ধর্ষণের সঠিক বিচার পাওয়ার জন্য প্রশাসনের আশু হসত্দৰেপ কামনা করেন। স্থানীয় ইউপি সদস্য মান্নান সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ নিয়ে একটি সালিস বৈঠকে ধর্ষণকারীকে ১০টি জুতা পেটা ও ১ মাস এলাকা ছাড়া করার বিচার করা হয়েছে।