চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দি গ্রামের সরকার বাড়িতে স্বামী নির্যাতন সইতে না পেরে গৃহবধু রুমা বেগম (২২) ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে জুলন্ত অবস্থায় গৃহবধুকে দেখতে পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এই সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে সুজন সরকার (২৮) পালিয়ে যায়।
জানাযায়, গত ৫ বছর পূর্বে বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দি গ্রামের ভাড়াটিয়া সিলবারের ব্যবসায়ী রহিম দেওয়ানের মেয়ে রুমা বেগমের সাথে একই গ্রামের সরকার বাড়ির জিন্নাহ সরকারের ছেলে সুজন সরকারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সাংসারিক জীবনে ৩ বছর বয়সী রায়হান নামে একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবীতে স্বামী সুজন স্ত্রীকে নির্যাতন চালাত। সুজন তার বাবার মুন্সীরহাটের স্টেশনারী দোকানে কাজ করতো। ঘটনার আগের দিন রাতে স্বামী সুজন স্ত্রীকে গালমন্দ করায় রুমা বেগম শনিবার রাত সাড়ে ১০টায় ঘরের দরজা আটকে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে জুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেয়। রাত ১২টায় রুমার পরিবার তার শ্বশুর বাড়ীতে গিয়ে এই অবস্থা দেখতে পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করে। পরে পুলিশ খবর পেয়ে সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানাযায়।