জাবেদ হোসেন ॥
১নং বিষ্ণুপুর ইউনিয়নের রাস্তা ভাঙ্গার কারনে যান চলাচল বিগ্ন ঘটে। এতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ ঘটছে সড়ক দুর্ঘটনা। রাস্তাটি প্রায় আনুমানিক ৩কি.মি. মত ভাঙ্গা কয়েকবার ইঞ্জিনিয়ার দিয়ে রাস্তা মাপা হয় এবং টেন্ডারও জমা দেওয়া হয়। তা কোন কার্যকারী হচ্ছে না। এতে করে বিষ্ণপুর থেকে কানদী ঘাট, কানার দোকান, কাউসারের দোকান, কাজীর বাজার, লালপুরসহ বিভিন্ন স্থান থেকে মানুষ সিএনজিতে চলাচল করতে গিয়ে প্রায় সময়ই দুর্ঘটনার স্বীকার সাধারণ মানুষ। এ রাস্তা দিয়ে ট্রাক্টর, ৩ থেকে ৪শ’র মত সিএনজি, অটোরিক্সা ও অন্যান্য যান চলতে দেখা যায়। শুধু তাই নয় এই রাস্তাটি কানদী লঞ্চঘাট থেকে আনুমানিক প্রতি নিয়ত ১২শ’র মত যাত্রী চলাচল করে। রাস্তাটিতে দেখা যায়, ১ফুট দেড় ফুট পর পরই বড় বড় আকারের গর্ত। এই রাস্তাটি দিয়ে যানবাহন ছাড়াও সাধারণ মানুষ হাটাচলা করতে কষ্ট কর হয়ে উঠে। এখান দিয়ে জি.কে উচ্চ বিদ্যালয়, খেরুদিয়া ডিগ্রী কলেজ, হাই স্কুল, মাদ্রাসা এতিম খানার ছাত্র-ছাত্রীরা চলাচল করতে পারছে না। এদিকে ১নং বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টুর সাথে রাস্তার বিষয়টি আলাপকালে তিনি জানান আমার যতটুক চেষ্টা ছিল আমি নির্বাচনে জয়ী হয়ে সাধারণ মানুষের পাশে দাড়াবো কিন্তু তা আমার ভাগ্যে হলো না এই যে, রাস্তাটি নিয়ে প্রায় সময়ই বিভিন্নভাবে উপর মহলে চিঠি দিলে তারা ইঞ্জিনিয়া দিয়ে ৩ থেকে ৪বারেরমত রাস্তাটি মেপে নিয়ে যায়। কিন্তু রাস্তা কোন কাজ আজও পর্যন্ত হয়নি। যদিও জনগণের কথা ভাবতে গিয়ে আমার বাপের ভিটে মাটি বিক্রি করে রাস্তা তৈরী করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সচেতন মহলের কাছে সাধারণ মানুষের দাবী রাস্তাটি পুনরায় ভেঙ্গে নির্মান করা হউক।