প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার হত দরিদ্র পরিবারের এক কিশোরীকে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরণ করে ৩ দিন আটকে রেখে ধর্ষন করেছে লম্পট সাহাবউদ্দিন রাঢ়ী। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ধর্ষিতার পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং ২০/২৪৮ তারিখ ৭ জুন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জুন সন্ধ্যায় পুরাণবাজার এলকার পশ্চিম জাফরাবাদের মৃত আয়াত আলীর কিশোরী মেয়েকে একই এলাকার আলী রাঢ়ীর ছেলে লম্পট সাহাবুদ্দিন রাঢ়ী (২৫) বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। কিশোরীকে চাঁদপুর শহরের নতুন বাজারের বড় স্টেশন এলাকায় অজ্ঞাত এক বন্ধুর বাসায় স্ত্রীর পরিচয়ে রাতভর ধর্ষণ করে। পরের দিন কিশোরীকে নিয়ে হাইমচর এলাকার আলগী গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে একই পরিচয় দিয়ে ২ রাত রেখে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে মামলা তুলে নেয়ার জন্য লম্পট সাহাবউদ্দিন রাঢ়ী অসহায় পরিবারটিকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।