চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়াজীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী গ্রামের মিয়াজী বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজ ওয়ালি উল্যাহ। জানাজা শেষে মিজি বাড়িতেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার পূর্র্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ প্রমুখ।
মান্নান মিয়াজীর মৃত্যুর খবর শুনে ডাঃ দীপু মনি এমপি গতকাল দুপুরে মরহুমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং মরহুমের কবর জেয়ারত করেন।
জানাজায় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদস্য অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, বাগাদী ইউপির সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। উল্লেখ্য, শুক্রবার রাত প্রায় ৮টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।