শাখাওয়াত হোসেন শামীম হাজীগঞ্জ(চাঁদপুর)সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী সুমন হত্যাকারীদের ফাঁসির দাবীতে গতকাল সকালে এলাকাবাসী এক প্রতিবাদ সভা করেছে। উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের সিহিরঁচো ঈদগাহ মাঠে ওই প্রতিবাদ সভা করা হয়। বুদ্ধি প্রতিবন্ধী সুমন সিহিরচোঁ মজুমদার বাড়ীর জয়নাল আবেদীনের ভাগিনা।
গত ২৩ অক্টোবর মঙ্গলবার স্থানীয়রা হাজীগঞ্জ- রঘুনাথপুর সড়কের সিহিরচোঁ মজুমদার বাড়ী থেকে ১০০ গজ দুরে পাশের আউশধানের জমি থেকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায় থানা পুলিশ। এ ব্যাপারে নিহতের মামা আমির হোসেন মজুমদার অজ্ঞাতদের আসামী করে হাজীগঞ্জ থানায় ২৪ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেছে মামলা নং ১৪/১০। থানা পুলিশ মামলার প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে ২৫ অক্টোবর ওই বাড়ীর লেয়াকত আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুদৌলা জানিয়েছেন, আটককৃত লেয়াকত আলীকে লেয়াকত আলীকে চাঁদপুর নির্বাহী ম্যাজিষ্ট্রটের আদালতে হাজির করিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গতকাল হত্যাকারীদের সনাক্ত করে ফাঁসির দাবীতে স্থানীয় সিহিরচোঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু তাহের, বিবিজে পুটওয়ার কোম্পানীর জিএম মাহাবুবুর রহমান, আরিফুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর আলম মজুমদার, সিহিরচোঁ বেসকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, নিহতদের শ্বশুর মোবারক হোসেন, আবদুল আউয়াল, জহিরুল ইসলাম, আওলাদ হোসেন আক্তার, শাহআলম, ডা: সামছুদ্দিন, মনির হোসেন, আবুল খায়ের মজুমদার, কিরণ, বেলায়েত হোসেন, জামাল হোসেন।
প্রতিবাদ সভায় ঘটনার দিন সন্ধ্যায় সুমনের হত্যাকান্ডের সাথে জড়িত লেয়াকত কে ছুরি নিয়ে ঘুরাফেরা করতে দেখেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বিসমিল্লা ফার্মেসীর সামনে ভাঙ্গারী বিক্রেতা জাহাঙ্গীরের সাথে লেয়াকতের হাতা হাতির ঘটনা ঘটে। এ সময় লেয়াকতের কোমরে থাকা একটি ছুরি রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় এক পথচারীর কাছ থেকে টর্চ লাইট এনে লেয়াকত ছুরি খুঁজে বেরকরে। প্রত্যক্ষদর্শী পথচারীরা এর একটু পরেই ২৫/৩০ গজ সামনে গিয়ে রাস্তার উপর লেয়াকতের বড় ভাই আলী আজ্জমকেও রাস্তার উপর ঘুরাপেরা করতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে ঐ রাতেই যে কোন এ সময় সুমনকে পরিকল্পিত ভাবে লেয়াকত ও তার ভাই আলী আজ্জমের হাতে খুনের শিকার হয়েছে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশ আলী আজ্জম ও লেয়াকত কে আটক করে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।