বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় বাড়ছে লাশের মিছিল। নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। যতই সময় গড়াছে নদীতে ভেসে উঠছে একের পর এক লাশ। সোমবার বিকাল সোয়া ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নারী-শিশুসহ ৩৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
জানা গেছে, সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।এদিকে, লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।