মতলব উত্তর :
চলছে গ্রীষ্মকাল, আসছে বর্ষা। বর্ষা আসার আগেই বৈরী আবহাওয়া, অতিবর্ষণ। বৃষ্টিতে বেশির ভাগ মানুষের কর্মব্যস্ত জীবন-কর্মব্যস্ত দিন। আর এ দৈনন্দিন কাজে বাড়ির বাইরে যেতেই হবে। এ সময় সব শ্রেণি-পেশার মানুষের পথ চলতে সবচেয়ে প্রিয় সঙ্গী বা প্রয়োজনীয় বস্তুটি হলো ছাতা। অথচ দরকারি সেই ছাতাটি অনেক সময় দেখা যায় নষ্ট। কাঁটাগুলো ছুটে গেছে, প্রং নষ্ট, ঠিকমতো বন্ধ বা ফুটানো যায় না। অনেকের আবার নতুন ছাতা কেনার সম্বল থাকে না। পুরনো ছাতা দিয়েই চালানো হয় দুই-এক বছর।
এসব ঝামেলা থেকে বাঁচতে অকেজো ছাতাটি মেরামত করা দরকার। কোথায় পাওয়া যাবে এর সহজ সমাধান? এর সমাধান সহজেই করে দেবেন ছাতা মেরামতকারী ইঞ্জিনিয়ার খ্যাত ছেংগারচর বাজারের মান্নান (৪৫)। বর্ষাকাল আসার আগেই অতি বৃষ্টি মনে হয় বর্ষাকাল এসে গেছে। ঘূর্ণিঝড় মহাসেন, নিম্নচাপ আর পূর্ণিমার প্রভাবে শুরু হয় একটানা ভারি বর্ষণ। এর মধ্যে যখন বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে তখনই দেখা গেল ঘরে রাখা ছাতাটি বিকল। ফলে ব্যবহার উপযোগী করা প্রয়োজন। তাই বর্ষা মৌসুমে ব্যস্ত দিন কাটাচ্ছেন ছাতা মেরামতের ইঞ্জিনিয়াররা। নষ্ট হয়ে যাওয়া ফুটা-ছেঁড়া বা ভাঙা ছাতাটি অল্প সময়ের মধ্যে মেরামত করে ব্যবহার উপযোগী করে দিচ্ছেন।
আর এ কাজের জন্যই মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারসহ কয়েকটি স্থানে পসরা সাজিয়ে বসে থাকেন আবদুল মান্নানের মতো ছাতা মেরামতকারী ইঞ্জিনিয়াররা।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।