চাঁদপুর নিউজ রিপোর্ট
টানা বৃষ্টির কারণে বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কম থাকলেও লঞ্চগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরের দিকে সরেজমিন সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়।
ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মঙ্গলবার থেকেই ছাড়া হয়েছে ৯টি বিশেষ লঞ্চ। এরমধ্যে এমভি মধুমতি ও এসপি টার্ন লঞ্চদুটি ঈদ উপলক্ষে যাতায়াত করবে। বুধবার বিকাল সাড়ে ৬টার দিকে এমভি মধুমতি লঞ্চটি সদরঘাট ছেড়ে যায়।
বৃহস্পতিবারও একই সময়ে ছেড়ে যাবে লঞ্চটি। শুক্রবার সাড়ে ৬টার দিকে ছেড়ে যাবে এসপি টার্ন।
সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেন। তবে যাত্রী সংখ্যা যে কম তা শোনা গেল সাধারণ যাত্রীদের কয়েকজনের মুখ থেকেই।
বরিশালের বাবুগঞ্জগামী এক যাত্রী বললেন, আজকে (বুধবার) যাত্রী সংখ্যা কম বলেই মনে হচ্ছে। তবে লঞ্চ সময়মতই ছেড়ে যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নৌ-নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক শামসুল আরেফিন জানালেন, বৃষ্টির কারণে সকাল থেকে যাত্রী সংখ্যা কম। যাত্রীরা হয়তো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকেই আসেননি।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, আজকে (বুধবার) যাত্রী সংখ্যা বেশ কম। তবে কাল (বৃহস্পতিবার) গার্মেন্টস ছুটি হলে এই চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অন্য সময়ে যে ভাড়া নেওয়া হয় তার চেয়ে এখন বেশি নেওয়া হচ্ছে বলে জানালেন কয়েকজন যাত্রী। তারা জানান, অন্য সময়ে লঞ্চের ডেকে ১০০ টাকা করে গেলেও এখন পঞ্চাশ টাকা বেশি গুনতে হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে অগ্রদূত প্লাস নামের একটি লঞ্চে উঠে ভাড়া জানতে চাইলে কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন ভাড়া চাইলেন।
তবে ওই লঞ্চের বাবুর্চি রবিচাঁদ জানান, ডবল কেবিনের মূল ভাড়া ১৮০০ টাকা হলেও এখন ২৫০০ চাওয়া হচ্ছে। তবে কম হলেও ভাড়া দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘তালিকা অনুসারেই ভাড়া নেওয়া হচ্ছে। ঈদের আগে প্রতিযোগিতার কারণে ভাড়া কম নেওয়া হয়। এখন তালিকা অনুসারে ভাড়া নেওয়া হচ্ছে’ বলে দাবি করেন তিনি।
ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। টার্মিনালে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব।
টার্মিনালে নিরাপত্তা কাজে নিয়োজিত র্যাব-১০ লালবাগ ক্যাম্পের এ এস আই আবুল বাশার জানান, নিরাপত্তা পরিস্থিতি ভাল। এখন পর্যন্ত সাধারণ মানুষের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি।