মতলব দক্ষিণ: বাংলাদেশ আওয়ামী লীগ মতলব পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০টায় মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়ালিউল্লাহ পাটোয়ারী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে মতলব শহর। কাউন্সিলররা কোন প্রার্থীকে ভোট দিবেন, কাকে ভোট দিলে সংগঠন শক্তিশালী হবে, এ ভাবনাই করছেন। এদিকে সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন।
এ সম্মেলনে ১৫০ জন কাউন্সিলর মূল্যবান ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এদিকে পৌর আ’লীগের সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন, মো. নান্নু মিয়া জমাদার (প্রতীক-ছাতা) ও আওলাদ হোসেন লিটন (প্রতীক-মোমবাতি)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, মো. রতন সরকার (প্রতীক-মোরগ), মো. নূরুল ইসলাম সরকার (প্রতীক-মই), জসিম উদ্দিন মৃধা (প্রতীক-মাছ), জাকির হোসেন খান (প্রতীক-ফুটবল), ইয়াকুব আলী (প্রতীক-আম) ও শাহ্জালাল (প্রতীক-কলস)।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এমএ আজিজ বাবুল, সদস্য দেওয়ান মো. বজলুর রহমান ও মো. মোফাজ্জল হোসেন।
পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আ’লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম। প্রধান বক্তা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এছাড়াও জেলা, উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নান্নু মিয়া জমাদার। উক্ত সম্মেলনে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মতলব পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল।