সাখাওয়াত হোসেন মিথুনঃ
বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে হাজীগঞ্জের বরফ জমার কলগুলো। কর্ম হারাচ্ছে উপজেলার শত শত আইসক্রিম বিক্রেতা হকার। কল মালিকগন বলছেন, বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে তাতে করে হকারের আইসক্রিম জমিয়ে বিদ্যুতের দাম উঠানো সম্ভব হচ্ছে না। বরফকল মালিকদের নিকট জানা গেছে, আইসক্রিম বিক্রেতা হকারেরা বরফ জমার কলগুলোতে নিজের উপাদান দিয়ে ফর্মাচুক্তি ভাড়া দরে আইসক্রিম জমায়। সেই আইসক্রিম ফেরি করে হাট-বজার ও গ্রামে গ্রামে বিক্রি করে। কিন্তু দফায় দফায় বিদ্যুতের দাম উঠা সম্ভব হচ্ছে না তাই বরফ কল মালিকরা বরফকল বন্ধ করে এখন বিকল্প ব্যবসা করতে ইচ্ছে পোষণ করছেন এতে করে বেকার হয়ে পড়ছেন আইসক্রিম বিক্রেতা হকাররা। বাজার ঘুরে দেখা যায় উপজেলায় বরফকল থাকলেও এখন চালু আছে মাত্র দুইটি তার মধ্য হাজীগঞ্জ ষ্টেশন রোড বরফকলে কেবল মাত্র মাছ ব্যবহৃত বরফ তৈরি করে। আইসক্রিম তৈরি হচ্ছে ডিগ্রি কলেজ রোড সংলগ্ন ওভার ব্রিজ রোড আইসক্রিম ফ্যাক্টরিতে সেটিও এখন বন্ধ হওয়ার উপক্রম। আইসক্রিম ফ্যাক্টরির মালিকগন বলেন, বর্তমানে যে হারে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে আইসক্রিম জমিয়ে বিদ্যুতের দাম পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে ফ্যাক্টরি বন্ধ করতে চাচ্ছে কারণ বিদ্যুতের দামের সঙ্গে হকারদের নিকট ফর্মার ভাড়া বৃদ্ধি করা যাচ্ছে না, তাতে করে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে মালের দামও বৃদ্ধি পাবে। মালের দাম বৃদ্ধি পেলে তাদের বেচা-কেনা কমে যাবে। অপরদিকে আইসক্রিম বিক্রেতা হকার আবুল কালাম জানান, আমরা এই পেশা করে জীবিকা নির্বাহ করে আসছি যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না
। তার হিসেব অনুযায়ী উপজেলায় শতাধিক হকার আসক্রিম ফেরি করে তাদের জীবিকা নির্বাহ করছে, তারা সকলে বেকার হয়ে পড়বে।