আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকানদের মধ্যে মতানৈক্যে শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবাখাতে অর্থ বরাদ্দ। যার ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর পর বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশটিতে চলতি মাস থেকে বেতন বন্ধ হয়ে যেতে পারে দেশটির আট লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর।
এ বিষয়ে সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা আবারো বিরোধী দলের প্রতি এ বিষয়ে মতঐক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি এই সংকটকে এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন। কিন্তু ৩০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে এই বরাদ্দ বিল নিয়ে সিদ্ধান্তে না পৌঁছুতে পারায় মঙ্গলবার হোয়াইট হাউজ বেশ কয়েকটি সরকারি এজেন্সি বন্ধ করার ঘোষণা দেয়।
মার্কিন কংগ্রেসর নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় বিষয়টি নিয়ে বার বার ভেটো দিয়ে আসছে তারা। ফলে মঙ্গলবার থেকে দেশটির সরকার অতি প্রয়োজনীয় নয় এমন সকল সরকারি খাতে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়।
উল্লেখ্য, সরকারি বরাদ্দ পাওয়া না গেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় পার্ক, পরিবেশ, মানবাধিকার সংস্থা, মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তবে সামরিক বাহিনী ও পুলিশের মতো নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না।