আজ মঙ্গলবার, বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্র্ষিকী উপলক্ষে প্রতিবছর এই দিনে দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলাদা আলাদা বাণী দিয়েছেন। এ উপলক্ষে রংপুরসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিধি থাকবেন।
এদিকে রংপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোকেয়া দিবস উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকায় ও শাখাগুলোতে আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।
দিবস উপলক্ষে বাংলা একাডেমি আজ এক একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করছে। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল ৪টায় এ বক্তৃতা অনুষ্ঠিত হবে। এাতে ‘রোকেয়া সাখাওয়াত হোসেন ও নারী আন্দোলন’ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট গবেষক, অধ্যাপক মালেকা বেগম।
প্রসঙ্গত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালী সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।