স্টাফ রিপোর্টার::
স্বাস্থ্যসহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সরকারের কাছে তাদের দাবী তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি এস.এম. নিজাম উদ্দিন।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন, সারাদেশের বিভিন্ন উপজেলায় ২০হাজার ৮শ’ ৮৬জন স্বাস্থ্যসহকারী কাজ করছেন। শিশু, মাতৃমৃত্যু হ্রাস, যক্ষা, ধনুষ্টংকার, ডায়রিয়া, ম্যালেরিয়া নিয়ন্ত্রন, সংক্রামক অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, অন্ধত্ব দূরীকরণে স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে সফল ও দায়িত্বশীল ভুমিকা পালন করছেন। তাদের এ কার্যক্রম পরিচালনার কারণে সরকার দেশ-বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। স্বাস্থ্য সহকারীদের কাজ এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
তাদের এই কার্যক্রম আরো মান সম্মত করার জন্য ১ বৎসর মেয়াদী ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স চালু করার জন্য প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানান।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারীসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি এস.এম. নিজাম উদ্দিন