মিজানুর রহমান রানা
চাঁদপুর লায়ন্স কাব অব রূপালী’র উদ্যোগে গবির-দুঃস্থ ও অসহায় বেদে পরিবারের মাঝে ঔষধ ও নানা শিক্ষা উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেছেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া এই বেদে তথা যাযাবর সমাজের লোকজন ও অসহায় দুঃস্থ রুগ্ন শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে ঔষধ ও শিক্ষাউপকরণ বিতরণ লায়নদের এই মহৎ কাজকে স্বাগত জানাই। অসহায় বেদে পরিবারের জন্যে ঔষধ ও শিক্ষাউপকরণ বিতরণ- এই কাজ সমাজের জন্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এখানে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবার প্রতি আমরা সবাই মিলে খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আলোর পথ দেখিয়ে সমাজে পুনর্বাসিত করলে সমাজ থেকে সমস্যা নির্মূল হবে। আইন-শৃঙ্খলার অবনতি না হয়ে উন্নতি হবে। আমি আশা করছি এখানে বেদে শিশুদের জন্যে স্থাপিত পড়ে যাওয়া স্কুলটি আবার পুনস্থাপিত করে তাদের লেখাপড়ার ক্ষেত্রে আরো অগ্রগামী করা যাবে। আসুন আমরা সবাই মিলে যাযাবর এই বেদেদের নিয়ে কাজ করে সমাজে তাদেরকে পুনর্বাসিত করি।
গতকাল চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর লায়ন্স কাব অব রূপালী’র উদ্যোগে বেদে পল্লীতে গবির-দুঃস্থ ও অসহায় বেদে পরিবারের মাঝে ঔষধ ও নানা শিক্ষা উপকরণ বিতরণ কালে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিজিডি লায়ন নাজমূল হক পিএমজি, লায়ন এম এ রশিদ শাহ সম্রাট এমজেএফ, লায়ন সামসুল আলম খোকন, লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, লায়ন এজেডএম সামসুল হুদা প্রমুখ। বক্তারা এ সময় বলেন, লায়নরা ২০২০ সালের মধ্যে সাধারণ জনগণের চু রোগ সমস্যার সমাধান করবে। আমাদের প্রয়োজন যোগ্য ভলান্টিয়ার। যারা এই সেবার কাজে সহযোগিতা করবে। ৫ কোটি ২৭ লাখ শিশুকে আমরা এ বছর টিকা দিয়েছি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায়। বেদেদের জন্যে পাকা পায়খানা, টিউবঅয়েল এর ব্যবস্থা শীঘ্রই করা হবে তাদের চাহিদা অনুযায়ী। কোন কোন এলাকায় কী দরকার তা চাহিদাপত্র পেলে আমরা তাদের সমস্যা সমাধানে এসব ব্যবস্থা করবো। আমরা এর মধ্যে ১০ কোটি সেবার কাজে হাত দিয়েছি। আশা করছি আগামী প্রজন্মের জন্যে সুন্দর পৃথিবী উপহার দেবো।
অনুষ্ঠানে লায়ন কাজী মাহবুবুর রহমান, ক্যাব আহ্বায়ক জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর লায়ন্স কাব অব রূপালী’র কর্মকর্তা-সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।