প্রতিনিধি
বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানোর কারণে অন্য মোটর সাইকেলের ৪ আরোহী আহত হয়েছে। আহতরা হলেন ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়ার মোঃ ফারুক আহমেদ (৫৭) এবং তার মেয়ে ফাহমিদা আহামেদ (২৪) ও তাকলিমুন নাহার আহমেদ (৮)। এ ছাড়াও অন্য স্থানে শহরের বকুলতলার নিরঞ্জন (৩০) নামে একজন আহত হন। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার সকদি গ্রামে বেলা ১১টার দিকে। আহত ফাহমিদা আহামেদ জানান, তার বাবা ফারুক আহমেদের সাথে মোটর সাইকেলে চড়ে তারা দু� বোন চাঁদপুরে আসছিলো। ফরিদগঞ্জ সকদি রাস্তার মোড়ের কাছাকাছি আসলে হঠাৎ অপর দিক থেকে বেপরোয়াভাবে দ্রুত চালিয়ে আসা একটি মোটর সাইকেল তাদের মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা বাবা মেয়েসহ ৩ জন আহত হন। তবে এর মধ্যে তার বাবার অবস্থা গুরুতর। পরে স্থানীয় লোকজন তাদের দুর্ঘটনার স্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অপরদিকে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় বেলা সাড়ে ১২টার সময় বকুলতলা রোডের নিরঞ্জন নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে আহত হন।