ডাঃ এস.জামান পলাশ
বেলস পালসি কী?
বেলস পালসি হলো মুখমন্ডলের মাংসপেশীর এক ধরনের প্যারালাইসিস। এ রোগে সাধারণত ফেসিয়াল ক্যানেল বা তার আশপাশে এক ধরনের ক্ষত তৈরি হয়। ফলে ফেসিয়াল নার্ভটি ফেসিয়াল ক্যানেলের মধ্যে প্রচন্ড চাপে থাকে। এ কারণে ফেসিয়াল নার্ভ ও এর শাখ-প্রশাখা দ্বারা যেসব মাংসপেশি পরিচালিত হয়, সেগুলো আর পরিচালিত হতে পারে না। ফেসিয়াল বা মুখমন্ডলের মাংশপেশিগুলো তার স্বাভাবিক কার্যক্রম হারায়।
মুখমন্ডলের প্রধান প্রধান মাংসপেশি ও এদের কাজ
* অক্সপিটর ফ্রন্টালিস- ভ্রু উপরে ওঠায়
* করোগেটর ও প্রসেসিস- ভ্রু কুচকায়
* অরবিকুলার অকুলি চোখ বন্ধ করে
* জাইগোমেট্রিক- মেজর ও মাইনর (উপরের ঠোঁটসহ মুখের কোনা উপরে ওঠায়)
* বাক্সটির- গাল ফুলায়, চুষতে সহায়তা করে।
কী কী কারণে বেলস পালসি হয়?
এ রোগটির সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে এটি সাধারণত যেসব কারণে হয়ে থাকে-
* হঠাৎ আবহাওয়ার পরিবর্তন।
* ভাইরাসের আক্রমণে ফেসিয়াল নার্ভের চারপাশে প্রদাহের সৃষ্টি হওয়ায়।
* মুখ ও কানের গোড়ায় হঠাৎ প্রচন্ড ঠান্ডা লাগলে বা হঠাৎ ঠান্ডা বাতাসে। বিশেষ করে যারা সরাসরি ফ্যান বা এসির নিচে মাথা রেখে ঘুমান।
* কোনো কারণে ফেসিয়াল নার্ভে কমপ্রেশন পড়ার কারণে।
* আঘাতজনিত কারণে।
রোগটি কখন হয় ও কাদের বেশি হয়?
এ রোগটি যে কোনো ঋতুতেই হতে পারে, তবে শীতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে কোনো বয়সের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ এ রোগে আক্রান্ত হতে পারে।
চিকিৎসা
এ রোগে মাংশপেশি তার কার্যকরী ক্ষমতা হারায়। তাই এ রোগে আক্রান্তদের প্রধান একটি চিকিৎসা হোমিওপ্যাথি ও পাশাপাশি ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ওষুধ সেবন করতে হবে।
ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
চাঁদপুর
01711-943435 //01670908547
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall