স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদরের ৮নং বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন গাজী বিল্লালকে দলীয় মনোনয়ন দেয়ায় ভোটারদের চোখে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। নেতা-কর্মী সমর্থকরা নিজেদের উদ্যোগে গতকাল বাদ জুমা ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন ও তবররুক বিতরণ করেন।
জেলা যুবলীগের সাবেক সেক্রেটারী ও বাগাদী ইউনিয়নের পর পর দুবার নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল বাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচন করবেন এমন কথা শোনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। বেলায়েত হোসেন বিল্লালকে দলীয় মনোনয়ন দেয়ায় মিলাদ ও দোয়া পূর্ব আলোচনায় বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ বঙ্গবন্ধুর মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।