মতলব উত্তর প্রতিনিধি :মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় অবৈধ ভাবে মুন্সিগঞ্জের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। আজ শুক্রবার বিকেলে ষাটনল গ্রাম রক্ষা প্রতিরোধ কমিটি প্রতিবাদ সমাবেশ করবে। বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী ষাটনর পর্যটন কেন্দ্র, ষাটনল গ্রাম, তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি আশ্রয়ন প্রকল্প, একটি মাদ্রাসা ও একটি বাজার নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ষাটনল গ্রামটি মতলব উত্তর উপজেলার সবচেয়ে বড় বিধায় চারটি ওয়ার্ড নিয়ে গঠিত। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধ গ্রামের মধ্যবতী স্থান দিয়ে অতিক্রম করেছে। বালু উত্তোলনের ফলে ষ্টনল পর্যটন কেন্দ্র, ষাটনল গ্রাম, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হুমকির মূখে পড়বে। সরে জমিনে দেখা যায়, ষাটনল পর্যটন কেন্দ্রের নিকট মেঘনা নদীতে ৬০/৭০টি ড্রেজার মেশিন দিয়ে ২শ’ বালিবাহী বলগেট নিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। কিছুদিন পূর্বে নিরীহ ও নিরস্র গ্রামবাসী অবৈধ বালু কাটার প্রতিবাদ করলে বন্ধুক-গুলি দিয়ে গ্রামবাসীর উপর আক্রমন করে। ৫শতাধিক গ্রামবাসী লিখিত ভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে।
ষাটনল গ্রাম রক্ষা প্রতিরোধ কমিটির আহবায়ক মোজাম্মেল হক বেনু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থাকার সম্মতিজ্ঞাপন করেছেন- এয়ার ভাইস মার্শাল (অব:) এম. রফিকুল ইসলাম এমপি। প্রধান বক্তা- ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফউল্লাহ সরকার।
ষাটনল গ্রাম রক্ষা প্রতিরোধ কমিটি অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য পোস্টার, লিফলেট, ব্যানার, সভা-সমাবেশ করছে।
চাঁদপুর নিউজ সংবাদ