প্রতিনিধি-
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজার সংলগ্ন বীজ থেকে একটি যাত্র বাহী বাস ছিটকে খালে পড়েছে। এতে ১৫ জন আহত হয়। খালে পানি না থাকায় প্রাণে রক্ষা পেয়েছে ২০ যাত্রী।
আজ মঙ্গলবার দুপুরে রামগঞ্জ থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আতদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করায়। এছাড়া গুরুত্বও আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহরা হলেন, উপজেলার দোয়াগোন্ডা গ্রামের বিল্লাল (৩০), সিরাজ (৫০), লক্ষীপুর জেলার রায়পুরের শরীফ (২০), আল-আমিন (২২), পারভেজ (১৮), চাঁদপুর জামতলার আবুল কাশেম (৫০), মতলবের দেলোয়ার হোসেন (৪৫), সিলেট হবিগঞ্জের কামাল (৩০), হাজীগঞ্জ রামচন্দ্রপুরের নুরু মিয়া (৩০), পয়ালজোসের ইউছুফ (৩০), রামগঞ্জ চন্ডীপুরের আবুল কাশেম (৫০), ঢাকার হাবিবুর রহমান (২৮)।
আহতরা সবাই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সংক্কও মজুমদার বলেন, বাসটি উড়ে গিয়ে খালে পড়ে। বাসে প্রায় ১৮-২০ জন যাত্রী ছিল।
স্থানীয় ডাক্তার রিপন বলেন, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৪/৫ গুরুতর আহত আছে।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।