প্রতিনিধি
বোগদাদ বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে শাহ্রাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ সাহাব উদ্দিন নগদ অর্থ ও মোবাইল ফোন সেট খুইয়েছেন। গতকাল বুধবার বেলা ২টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কাউন্সিলর সাহাব উদ্দিনের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৯টায় সাহাব উদ্দিন নিজ এলাকা নাওড়া হতে ব্যবসায়িক কাজে চাঁদপুর যান। কাজ শেষে তিনি চাঁদপুর হতে বোগদাদ বাসে করে শাহ্রাস্তি আসার পথে বাকিলা এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়েন। এতে তার নগদ অর্থ ও মোবাইল ফোন সেট খোয়া যায় এবং নিজে অচেতন অবস্থায় গাড়িতে পড়ে থাকেন। বাসে থাকা শাহ্রাস্তির পরিচিত লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শাহ্রাস্তি গেট দোয়াভাঙ্গায় নিয়ে আসে। পরে পরিবারের লোকজন অচেতন অবস্থায় বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।
রোটারী জেলা ৩২৮২-এর অ্যাসিস্টেন্ট গভর্নর রোটাঃ কাজী শাহাদাতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রোটারী জেলা ৩২৮২ সেক্রেটারী রোটাঃ আবু আজমল পাঠান, গভর্নরস্ এইড ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ ডাঃ এস এম সহিদ উল্লাহ ও রোটারী ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট রোটাঃ এম তারিক উদ্দিন। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডিশনাল সেক্রেটারী শহীদুল্লাহ চৌধুরী ও রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, রোটাঃ পিপি মোহাম্মদ হানিফ, রোটারী ক্লাব আগ্রাবাদের ট্রোজারার রোটাঃ মাহমুদুর রহমান, গভর্নরস্ স্পেশাল এইড রোটাঃ পিপি বাবু লাল কর্মকার, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, রোটাঃ পিপি সুভাষ চন্দ্র রায়, রোটাঃ পিপি ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, বর্তমান সভাপতি রোটাঃ ডাঃ এস কে মজুমদার, সেক্রেটারী রোটাঃ তোফায়েল আহাম্মদ শেখ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ হাজী কাশেম গাজী, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ অধ্যাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি ডাঃ বিশ্বনাথ পোদ্দার, হাজীগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলাল, সেক্রেটারী রোটাঃ মসিউর রহমান, রোটাঃ পিপি আঃ মান্নান, সদস্য রোটাঃ সনজিব সাহা, রোটাঃ জাফর আহম্মেদ, রোটাঃ দেলোয়ার হোসেন মুন্সী, রোটাঃ সফিকুর রহমানসহ ৩টি রোটারী ক্লাবের অন্যান্য সদস্যসহ রোটার্যাক্টরগণ।