শনিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা এলাকায় দুর্ঘটনায় নিহত মো. ইমাম হোসেন (৩২) উপজেলার সিংগাইর এলাকার মৃত ইব্রাহিম মাস্টারের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন, ইমাম মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।