চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারা গ্রামে বোন ও ভাগনির সাথে ইভটিজিং করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মূমূর্ষ অবস্থায় বর্তমানে ভাই আরিফ হোসেন (২২) চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদগঞ্জের বড়ালি তালুকদার বাড়ির নূরু মিয়ার ছেলে আরিফ হোসেন গত বৃহস্পতিবার বিকেল ৫টায় ফরিদগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে কাচিয়ারা তাজল মেম্বারের বাড়ির সামনে আসলে ঐ এলাকার চিহ্নিত মাদকসেবী ৫ যুবকের বোন ও ভাগ্নির সাথে ইভটিজিং করতে দেখে। ইভটিজাররা তাদের ছবি তুললে ভাই আরিফ হোসেন প্রতিবাদ করলে এমরান, মুন্না, আহসান, ফরিদ, এমরান, দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় তার চাচাত ভাই যাওয়ার পথে দেখতে পেয়ে বোনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ চতুরা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তিতে তাকে অবস্থার অবনতি দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের চিকিৎসক জানায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।