মা আমি খেয়ে আছি, সুখে আছি
ভেবনা আমায় নিয়ে।
সকাল উঠি রাতে ঘুমাই, মাঝে থাকি কর্মে
তোমার কথা মনে হলে বুকটা যায় ফেটে।
বাবা আমার চলে গেলো না ফেরার দেশে
শূন্য হয়ে জানি মা, তুমি থাকো বসে
বাবার শোকে তুমি এখন নীরবে হয়তো কাঁদো
কাঁদলে তুমি আমাদের মাথায় ছায়া দিবে কে বল।
দীর্ঘ জীবনের সঙ্গি হারিয়ে তুমি আজ একা
তিনি যে ছিল আত্মা তোমার সবি তো মোদের জানা
কি বলে মা তোমায়, দিবো শান্তনা
রানীকে দেখে ভুলে যেয়েও দুখ-জন্ত্রনা।
বাবার ছায়া তোমার মাঝে
পাই মোরা খুজে
তুমি কাঁদলে বাবার কাছে
কি জবাব দিবো সবে।
হাসি-খুশি মন ভরে
থেকো মা তুমি
তুমি হাসলে জগত জুড়ে
মোরা সুখ যে পাবো খুজি।
সময় মতো খেয়ে নিও
সময় মতো ঘুমিও
বাবার কথা মনে হলে
রানীকে ভেখে দুঃখ ভুলে যেয়ো।
দোয়া করি আল্লাহ্ জেনো
বাবার আত্মা রাখেন সুখে
তোমার মনের দুঃখ মুছে
সুখ যেন দেয় মহাল রহমান নিজে।
এখন তা হলে রাখি মা
বিদায় বলবনা
বাবার বিদায়ে যে তোমার বুকে
বোয়ে যায় বোবা কান্না!