চাঁদপুর প্রতিনিধি :গতকাল বেলা ৩টায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বৌ-ভাত থেকে ফেরার পথে একটি মাইক্রোবাস দুর্ঘটনার স্বীকার হয় । দুর্ঘটনায় ৯ জন যাত্রী নিহত হয় । এখন পর্যন্ত তিনটি লাশের কোন হদীস মেলেনি ।ফায়ার সার্ভিস কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে মাক্রোবাসটি পানি থেকে উপরে তোলে।
নিহত ৯ জনের মধ্যে ৩ জনের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দিকদাইর, ২ জনের বাড়ি ফরিদগঞ্জের হুগলি, ১ জনের বাড়ি হাজীগঞ্জের ডাটরা শিবপুর ও বাকী ৩ জনের বাড়ি রামগঞ্জ উপজেলায়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রামগঞ্জের নোয়াগাঁও মিজি বাড়ির হাফেজ আহম্মেদের ছোট মেয়ে কুসুম আক্তারের সাথে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার নারিকেলতলা পাটোয়ারী বাড়ির কামরম্নল হাসানের গত শনিবার বিয়ে হয়। গতকাল রোববার কনের বাড়ি নোয়াগাঁও মিজি বাড়ি থেকে দুইটি মাইক্রোবাসযোগে ছেলের বাড়িতে মেহমান যায়। ছেলের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে ফেরার পথে বেলা ৩টায় একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে কাটাখালি-নোয়াগাঁও সড়কের গোড়ারপুল নামক স্থানে মাইক্রোবাসটি পানিতে পড়ে যায়।
এলাকায় এখন শোকের মাতাম চলছে ।
শিরোনাম:
রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।