মুন্সী মোহাম্মদ মনির
হাজীগঞ্জ বাজারের গতকাল দুপুরে ব্যবসায়ীদের বোকা বানিয়ে এক ধান্ধাবাজ চম্পট মারার ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দুপুরে বাজারের তরকারী পট্টিতে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
তরকারি পট্টির মিজান মিয়ার মাংসের দোকানে গিয়ে সাড়ে চার মণ গরুর মাংস, বশির মিয়ার মাংসের দোকানে ২০ কেজি খাসির মাংস, মহসীনের মোরগীর দোকানে ১৯০ পিজ মুরগী, মাদ্দাঁখা ষ্টোরে ৩৬,৭০০টাকার মুদী মালামাল অর্ডার দেয়।
ওইসব দোকান গুলোর মধ্যে শুধুমাত্র মুরগীর দোকানে ১ হাজার টাকা বায়না করে।
মাংসের দোকানদার মিজান মিয়া জানান, সাড়ে চার মণ গুরু মাংসের অর্ডার দিয়ে পুনরায় আট হাজার টাকা দিচ্ছি বলে ধার নিয়েছে। এদিকে সাড়ে মণ গরুর মাংস দিবো বলে ৬০ হাজার টাকার একটি গরু কিনে জবাই করেছি। ধান্ধাবাজ ওই চম্পটটি প্রায় ৩০ বছর বয়সী। সে কালোচো মিয়াজী বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন।
তরকারীর দোকানদার লিটন মিয়া জানান, ওই ধান্ধাবাজদের বাজারের অনেক খুজঁছি, পাইতাছিনা। আমাগো যাই হইছে, মিজান মিয়ার এতগুলো মাংস, এহন কেমনে বিক্রি হইবো। বেচারার আরো নগদ আট হাজার টাহা চোক্ষে ধুলা দিয়া নিয়া গেলো।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।