স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের নিউ সৌখিন ফার্নিসারের সত্ত্বাধিকারী মরহুম এনায়েত উল্যাহ পাটওয়ারীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বাদ আছর জোড়পুকুর পাড় মরহুমের নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পূর্বে বক্তব্য রাখেন জোড়পুকুরপাড় বায়তুল ফালাহ জামে মসজিদ এর খতিব মাওলানা মোঃ তোফায়েল আহম্মদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান ও বায়তুল ফালাহা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম পাটওয়ারী। মিলাদ পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চিশতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহম্মদ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন মীর শফিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মীর খালিদ হায়দার, রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নজরুল আমিন (সাজু), চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, অ্যাড. নুরুল আমিন দেওয়ান, বাচ্চু পাটওয়ারী, মরহুমের ছেলে মো. মিল্টনসহ মরহুমের জামাতা, আত্মীয় স্বজন এবং শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।