ব্র্যাক ব্যাংকের টঙ্গী বাজার শাখা থেকে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ব্যাংকের ক্যাশ ডেস্ক ও ড্রয়ার তল্লাশি চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয়। তল্লাশির সময় ব্যাংক শাখার ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস অফিসার মারুফ হাসান কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, জাল টাকা তৈরি চক্রের সঙ্গে জড়িত টঙ্গী ব্র্যাক ব্যাংক শাখার ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস অফিসার মারুফ হাসান গ্রাহকদের টাকা প্রদানের সময় কৌশলে জাল টাকা দেন। এ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ ব্যাংকের ওই শাখার ক্যাশ ডেস্কে তল্লাশি করে এর সত্যতা পায়। পরে পুলিশ ব্যাংকের ক্যাশ ডেস্ক, ক্যাশ কক্ষ ও ক্যাশ পরিচালনার বিভিন্ন ড্রয়ার তল্লাশি করে ওই রাতে পাঁচ লাখ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত সব টাকাই জাল। পুলিশ আরো জানায়, ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস অফিসার মারুফ হাসান জাল টাকা তৈরির চক্রের সঙ্গে জড়িত। এর আগেও গ্রাহকরা ওই ব্যাংকের ক্যাশ থেকে জাল টাকা নিয়ে হয়রানির শিকার হয়েছেন। ব্যাংকের ওই শাখার ম্যানেজার এম সাব্বির হোসেন বাদী হয়ে পলাতক মারুফ হাসানকে অভিযুক্ত করে একটি মামলা করেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। kk