বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বড় স্টেশন মোলহেড থেকে চাঁদপুরের অর্ধ শতাধিক যাত্রী স্টিলবোট ও ট্রলারযোগে মেঘনার চরে গিয়ে গণডাকাতির শিকার হয়। ডাকাতরা মহিলা, যুবতী ও যুবকদের বেধম পিটিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়।
গতকাল শুক্রবার পৌনে সন্ধ্যা ৬টায় মেঘনার চর এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় রক্তাক্ত জখমবস্থায় আহতদের চাঁদপুর সরকারি জেনালে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বড় স্টেশন মোলহেডে হাজার হাজার দর্শনার্থী তাদের স্বজনদের নিয়ে ঘুরতে আসে। এ সময় বিকেল ৪টায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ থেকে আসা প্রায় ৫০জন যাত্রী ২টি ট্রলারযোগে মেঘনার চরে যায়। ট্রলারের চালক পূর্ব থেকে ডাকাত দলের সাথে যোগসাজসে করে ঘুরতে যাওয়া যুবক-যুবতী ও মহিলাদের মেঘনার চরে নামিয়ে দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসলে চাঁদপুরে আসার জন্য ঘুরতে যাওয়া অতিথিরা ট্রলারে উঠার সাথে সাথেই ৮/১০জন ডাকাত মেঘনার চর থেকে এসে একটি ট্রলারে থাকা প্রায় ২৫জনকে বেদম পিটিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। হামলার শিকার যুবক-যুবতীরা বাচার জন্য ঘুরতে আসা আরেকটি ট্রলারকে ডাক দিলে সেটি এসে তাদেরকে নিয়ে চাঁদপুরে আসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওই ডাকাত চক্ররা পুনরায় অপর ট্রলারটিতে উঠে যাত্রীদের উপর হামলা করে সর্বস্ব লুটে নেয়। এ সময় যুবতী ও মহিলাদের স্বর্ণালঙ্কার লুট করার জন্য শরীরে হাত দিলে অস্বীকৃতি জানালে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলার শিকার হওয়া হাবিবুর রহমান শিমুল, আজাদ হোসেন, আল-আমিন, সাজ্জাদ, নোমান, সোহেল রানা, জোবায়ের, আশিক, জেসমিন, স্বপ্না, সীমাসহ বেশ কয়েকজন হাসপাতালে এসে চিকিৎসা নেয়।
ডাকাত দলের সদস্যরা প্রায় ৫০জন যুবক ও যুবতী ও মহিলাদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর চাঁদপুর মডেল থানার ওসি কাইয়ুম, নৌÑফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকাতির ঘটনা অবহিত করা হয়েছে। মেঘনার চরে এ রকম গণ ডাকাতির ঘটনা এই প্রথম। ভুক্তভোগীদের দাবি ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট প্রশাসন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে যাতে করে ভবিষ্যতে এ ধরণের কোন ঘটনা না ঘটে।বড় স্টেশন থেকে ট্রলারযোগে মেঘনার চরে ঘুরতে গিয়ে গণ ডাকাতির শিকার
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।