চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এলাকা থেকে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর। সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, ৩০ ডিসেম্বর বুধবার বিকেল তিনটার সময় উক্ত এলাকায় সোহাগ আবাসিক বোর্ডিংয়ের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আক্তার হোসেন খান (৩৮), শাহআলম গাজী (২৮) ও নেওয়াজ শরীফ বাবু (১৯) কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে যথাক্রমে ৪২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ।