সংবাদদাতা
পারিবারিক বিরোধের জের ধরে ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকার ষোলদানা গ্রামে ৩ সন্তানের জনক ফরিদ উদ্দীন নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তার ভগ্নিপতি। এ ঘটনায় হতদরিদ্র ফরিদ উদ্দীন বাদী হয়ে গতকাল মঙ্গলবার তার ভগ্নিপতি আজাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে ফরিদ উদ্দীনের উপর হামলা চালানো হয়েছে।
হামলার শিকার ফরিদ উদ্দীন জানান, তারই ভগ্নিপতি ষোলদানা গ্রামের ছেলামত উল্লার ছেলে ইব্রাহীম খলিল আজাদের সাথে তার পারিবারিক ও জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ২২ আগস্ট রাতে ফরিদ উদ্দীনকে তার ভগ্নিপতি আজাদ ও তার ভাই রুহুল আমিন বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় ফরিদকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ফরিদ জানান, আমাকে মানসিক রোগী বলে অপপ্রচার চালিয়ে আমার সম্পত্তি জোর করে দখলসহ আমারই ভগ্নিপতি আজাদের পরকীয়ায় বাধা হওয়ায় সে আমাকে অতর্কিতভাবে মারধর করে।
অপরদিকে অভিযুক্ত আজাদ তার বিরুদ্ধে শ্যালক ফরিদের দেয়া অভিযোগ সঠিক নয় বলে দাবি করে বলেন, ফরিদ তার স্ত্রী ও সন্তানদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখার কথা শুনে আমি তাকে বাধা দিয়েছি মাত্র। সে একটা মানসিক রোগী বলে দাবি করেন আজাদ।