সুফিয়া জামান
মেয়েটির নাম মিনারা,
তার বড়ই মিষ্টি চেহারা ।
ঘরে খাবার থাকতোনা বলে,
উপোস দিতে হতো ভাইবোন মিলে ।
তাই সে শহরে এলো কাজের সন্ধানে,
উঁচু উঁচু দালান দেখে ভয় লাগে তার মনে ।
তবুও সে এক ভদ্রলোকের বাড়ি লেগে গেল কাজে,
সারাদিন কাপড় কাচে, ঝাড়ু দেয় আর বাসন মাজে ।
গৃহিণী ভাল খাবার দেয়, খেতে পায় পেট পুরে ,
আর কর্তা ?
সুযোগ পেলেই বুকে হাত দেয়, চুমু দেয় শরীর জুড়ে ।
রেশমী চুড়ি , কানের দুল, লাল ফিতা গোপনে দেয় এনে ,
তথাকথিত ভদ্রলোক মিনারার ঘরে ঢুকে রাতের গহীনে ।