ভর্তি চলিতেছে
*****************************
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
==============================
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
কোর্সের নাম মেয়াদ
ডি.এইচ.এম.এস (ডিপ্লোমা) ৪ বৎসর + ৬ মাস ইন্টার্নী
ভর্তির যোগ্যতা
****************
- ডি.এইচ.এম.এস (ডিপ্লোমা): যে কোন বিভাগ থেকে যে কোন সনে এস.এস.সি পাশ।
ভর্তির সময় ও প্রয়োজনীয় কাগজপত্র
***********************************
- ডি.এইচ.এম.এস কোর্সে প্রতি বছর জুন মাসে শিক্ষার্থী ভর্তি করা হয়। এস.এস.সি পরীক্ষার মার্কশীটের সত্যায়িত ফটোকপি, নাগরিক ও চারিত্রিক সার্টিফিকেট ও চার কপি রঙ্গীন সত্যায়িত ছবি।
সার্টিফিকেট
****************
- ডি.এইচ.এম.এস কোর্স শেষে বাংলাদেশে হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে ডিপ্লোমা কোর্স সম্পন্নের সার্টিফিকেট প্রদান করা হয়।
*************************************************************
ঠিকানা ও যোগাযোগ
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
দোয়াভাঙ্গা,শাহরাস্তি,চাঁদপুর
মোবাইল নাম্বার: 01714990001, 01743902773
ই-মেইল: chandpurhomeocollege@gmail.com
ওয়েবসাইটঃ www.chandpurhomoeocollege.com