রফিকুল ইসলাম বাবু ॥
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ভর্তি বাণিজ্য বন্ধে গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনিয়ম করছে, সেগুলোর বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। এ বিষয়টিতেও গণমাধ্যমের সহযোগিতা চাই। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিক সচেতনতার জন্য গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। তিনি আজ শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সভাপতি শহীদ উল্যাহ মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, থানা হবে জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গা। আমি ইতোমধ্যে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি, মানুষকে যেন কোনোভাবে হয়রানির শিকার না হতে হয়। সাধারণ মানুষের অভিযোগ শুনতে পুলিশ বাধ্য। থানায় জিপি বা মামলা কিংবা সেবা নিতে কোনো পয়সা লাগে না। এরপরও কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা বদলে যেতে চাই, সাধারণ মানুষের কাঁতারে এসে মানবিক পুলিশ হতে চাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী। দু’দিনব্যাপী অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালী, সৃস্মিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।