চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লালের (বই) মার্কার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
গতকাল দুপুরে চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তায় বাগাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ভাইস চেয়ারম্যান প্রার্থী ওই এলাকার কৃতী সন্তান বাগাদী ইউনিয়নের দু� বারের সাবেক চেয়ারম্যান বিল্লাল গাজীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে অংশ নেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানান। মানববন্ধন কালে দলমত নির্বিশেষে বেলায়েত হোসেন গাজী বিল্লালের বই মার্কায় ভোট দেয়ার জন্যেও সকলের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর শহরের পুরাণবাজারের পূর্ব জাফরাবাদে একদল দুর্বৃত্ত বেলায়েত হোসেন বিল্লালের গণসংযোগকালে তার ও তার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা চালায়।