প্রতিনিধি
কচুয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে আপন ছোট ভাই আবু বকর সন্ত্রাসী কায়দায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বড় বোন, ভগ্নিপতি ও বড় ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতরা হলেনঃ ছোট বোন নাজমুন নাহার ননি(৩২), ভগ্নিপতি মো. আলাউদ্দিন(৪০) ও বড় ভাইয়ের স্ত্রী পারুল বেগম(৩৮)। বর্তমানে আহতরা কুমিল্লা ও ঢাকা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের সরকার বাড়িতে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে ভাই মোঃ আবু বকর, বোন নূরুন্নাহার বকুল, তার স্বামী আব্দুল মালেক ও ছেলে আলমগীর হোসেনের সাথে ছোট বোন নাজমুন নাহার ননি ও মৃত বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী পারুল বেগমের সম্পত্তিগত বিরোধের জের ধরে পারিবারিক কলহ চলছিলো। এ নিয়ে এলাকায় বহু শালিশী বৈঠক হয়েছে। ওই সকল বৈঠকে সমস্যা সমাধান না হওয়ায় কয়েকদিন পর পর উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১০ ফেব্র“য়ারি সোমবার সকাল ১০টায় আবু বকর, ভগ্নিপতি আব্দুল মালেক, তার স্ত্রী নূর নাহার বকুল ও ছেলে আলমগীর হোসেন বাড়ির পাশ্ববর্তী পারিবারিক ভিটায় কয়েকটি গাছ কর্তন করে। এক পর্যায়ে আলাউদ্দিন, নাজমুল নাহার ননি ও মৃত মোহাম্মদ আলীর স্ত্রী পারুল বেগম বাধা দেয়। এতে উত্তেজিত হয়ে আবু বকর গং দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আলাউদ্দিন গংয়ের। পরে তাদের হাত থেকে স্থানীয়রা আলাউদ্দিন গংদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্য থেকে নাজমুন নাহার ননির শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তাকে ঢাকা ইবনেসিনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আহত পারুল বেগমের ভাই আবুল বাসার এ প্রতিবেদককে বলেন, আমার বোনের শাশুড়ি ছালেহা বেগমের কাছ থেকে আবু বকর গং পাঁচটি দলিলের মাধ্যমে ১শ’ ৮০ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়। এ সম্পত্তির মধ্যে আমার ভগ্নিপতি মৃত মোহাম্মদ আলীর সম্পত্তি বে-আইনি ভাবে জোরপূর্বক রেজিষ্ট্রি করে নেয় আবু বকর গং।
উল্লেখ্য, আবু বকর তার ছোট বোন নাজমুন নাহার ননির কাছ থেকে ২ লক্ষ ২৮ হাজার টাকা ধার নেয়। এ টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং শালিশী বৈঠক করেও সুরাহা হয়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও বর্তমানে আবু বকর গং মোবাইল ফোনে হুমকি ধমকি এবং ভয়-ভীতি দিচ্ছে। এ ঘটনা আলাউদ্দিন গং বাদী হয়ে কচুয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। তাই প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ন্যায় বিচার বঞ্চিত অসহায় পরিবার আলাউদ্দিন গং।
শিরোনাম:
সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।