স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়ের ভাই ভাই ক্রোকরিজের ম্যানাজারকে পৃথক ব্যাংকে টাকা জমা ও উঠানোর জন্য পাঠালে সে মোট ৩ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে। এ বিষয়ে ভাই ভাই ক্রোকারিজের মালিক মোঃ মমিন কাজী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের আলোকে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২ টায় ভাই ভাই ক্রোকারিজের মালিক মোঃ মমিন কাজী ঢাকা থাকায় তার দোকানের ম্যানেজার ওয়াহেদ মজুমদার (ফারুক) নগদ ২ লক্ষ টাকা ও উত্তরা ব্যাংকের ১ লাখ ৩৫ হাজার টাকার চেক সহ তাকে উত্তরা ব্যাংকে পাঠায়। এই ৩ লক্ষ ৩৫ হাজার টাকা ঢাকার পার্টির কছে পাঠাবে। উত্তরা ব্যাংক থেকে টাকা উঠাতে গেলে ব্যাংকের ম্যানেজার মোবাইলে দোকানের ম্যানাজারকে টাকা দিবে কিনা জানতে চাইলে দোকান মালিক মমিন দেওয়ার জন্য বলেন। ম্যানাজার ওয়াহেদ মজুমদার (ফারুক) নগদ ২ লাখ সহ ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়। অনেক খোজাখুজির পরও তাকে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে ক্রোকরিজ দোকানের মালিক মোঃ মমিন কাজী জানায়, ম্যানাজার ওয়াহেদের গ্রামের বাড়ি সদর উপজেলার মহামায়া এলাকার কামরাঙ্গা মজুমদারবাড়ী। আগে পরে অনেকবার ওয়াহেদ বিশ্বস্ততার সাথে টাকা আদান প্রদান করেছে। কিন্তু গতকাল কি হয়েছে কিছুই বুঝতে পারছিনা। ওয়াহেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।