ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ উপজেলায় তিন সন্তানের জনক দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি ভাতিজার হাতে খুন হয়েছে। গাছ রোপণ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গাছ রোপণ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উপজেলার লাড়ুয়া গ্রামে দুই ভাই দেলোয়ার হোসেন ও তাজুল ইসলামের মধ্যে গত শনিবার দুপুরে বাড়িতে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ছোট ভাই দেলোয়ারের আঘাতে বড় ভাই তাজুল ইসলাম সামান্য আহত হন। এ খবর শুনে তাজুলের ছেলে শরীফ হোসেন (১৮) ক্ষিপ্ত হয়ে এসে পেছন থেকে লাঠি দিয়ে দেলোয়ারের মাথায় সজোরে আঘাত করে। সাথে সাথে দেলোয়ার মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে আত্মীয়স্বজনরা আহতাস্থায় দেলোয়ারকে উদ্ধার করে ওইদিনই ঢাকায় প্রেরণ করে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত রোববার রাতে দেলোয়ার মারা যান।
দেলোয়ারের আরেক ভাই তছলিম জানায়, গাছ রোপণ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আমার অন্য দুই ভাইয়ের মধ্যে সামান্য তর্ক-বিতর্ক হয়েছে মাত্র। এ নিয়ে আমারই ভাতিজা শরীফ অতর্কিতভাবে লাঠি দিয়ে পেছন থেকে সজোরে দেলোয়ারের মাথায় আঘাত করে তাকে হত্যা করবে এমনটা কখনো ভাবিনি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাবেদুল ইসলাম বলেন, নিহত দেলোয়ারের ভাই তছলিম বাদী হয়ে তারই ভাতিজা শরীফকে একমাত্র আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই আসামী শরীফ গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।