মিজানুর রহমানঃ চাঁদপুর শহর রক্ষা বাঁেধর পুরাণবাজার হরিসভা এলাকার নদী ভাংগন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হাই। তিনি গতকাল বুধবার বিকেলে সেখানে উপস্থিত হয়ে নদী ভাংগন বিষয়টি অবগত হন এবং ভাংগন রোধে দ্রুত প্রদক্ষেপ নেয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ,চাঁদপুর চেম্বার আব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জানান,ভাংগন পরিস্থিতির পুরো বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। ভাংগন রোধে সরকারিভাবে জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পৌরসভার ব্যাপক বজ্য হরিসভা ঠোটা দিয়ে ফেলার কারনে শহর রক্ষা বাঁধের এ জায়গা আগে থেকেই ঝুঁকিপুর্ন। প্রবল ¯্রােত আর ঘূর্নাবর্তের দরুন হঠাৎ করে কিছু ব্লক সরে গেছে। আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। ভাংগন জায়গায় বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে। উল্লেখ্য, মেঘনা নদীর ¯্রােতের তীব্রতায় হরিসভার বণিক্য বাড়ির পিছনে শহর রক্ষা বাঁধের প্রায় ৩৫ মিটার এলাকার ব্লক নদীতে তলিয়ে গেছে। সেই ভাংগন দেখার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে ছুটে যান।